International Day of Mathematics

JUST Campus 14 March, 2022

 (যশোর: ১৪ মার্চ, ২০২২ খ্রি.): পায়রা উড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, গণিত অলিম্পিয়াড, নবীন বরণসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক গণিত দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন পায়রা উড়িয়ে আন্তর্জাতিক গণিত দিবসের দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সসূচনা করেন। পায়রা উড়ানোর পর শুরু হয় শোভাযাত্রা। গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় গণিতের চর্চা বাড়াতে হবে। যে জাতি ভালো গণিত জানবে না, সে জাতি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। এ জন্য সাধারণ গণিতের বাইরে ফলিত গণিতের উপরও জোর দিতে হবে। গবেষণার প্রায় সকল শাখায় গণিতের অপরিহার্য ব্যবহার রয়েছে। সুতরাং গণিতের পারদর্শিতা একটা জাতির জন্য অত্যনশোভাযাত্রা শেষে বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নবম তলায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের রেজিস্ট্রেশনকৃত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান মো. বাদশা বুলবুল, দ্বিতীয় স্থান রাকিবুল হায়দার চৌধুরী এবং তৃতীয় স্থান আব্দুল্লাহ আল রিদোয়ান মাশুক অধিকার করেন। তাঁরা সকলেই গণিত বিভাগের শিক্ষার্থী। পরবর্তীতে গণিত অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তপ্রতিযোগিতা শেষে গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন গণিত ক্লাবের প্রতিনিধি নির্বাচন-২০২২ এর নির্বাচন কমিশনের উপস্থিতিতে বিভাগের সকল শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে গণিত ক্লাবের প্রতিনিধি নির্বাচন হয়। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবম তলায় গণিত বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। 

যবিপ্রবির গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন রশীদ, শামীমা আক্তার, সমীরণ মণ্ডল, মো. নয়ন ঢালী, দীপা রায়, শারমিন বানু, প্রভাষক নজরুল ইসলাম, মোহাম্মদ আসিফ আরেফিন, ফি ফয়সাল আহমেদ, জে আর এম বোরহান, মো. রায়হান প্রধানসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। 

ুলে দেওয়া হয়। 

2